-Who will cause havoc in World Twenty20?—Cricinfo asked Ian Bishop. The former West Indies pacer, however, does not like the word 'happening'. And since the game is T20 version, it is small team against big teamWhen asked about a possible match for a small team to win against a big team, Bishop said, "We have seen new teams defeat big teams in the last few World Cups. If you talk about prospects, then I would say BangladeshBishop thinks that Bangladesh's loss against small teams is more likely, 'Which team has the biggest risk of losing to small teams? Bangladesh. Apart from this, Bishop is looking forward to see the game of Nepal among the associate member countries.He picked Pakistan as the best possible bowling team of the tournament. The return of experienced Mohammad Amir along with Shaheen Shah Afridi, Naseem Shah and Haris Rauf will keep the team ahead of others, B believes.
-টোয়েন্টি বিশ্বকাপে কে ঘটাবে অঘটন?—ক্রিকইনফো ইয়ান বিশপকে এ প্রশ্নটা করেছিল। সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ পেসার অবশ্য অঘটন শব্দটা পছন্দ করেন না। আর খেলাটা যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, বড় দলের বিপক্ষে ছোট দলের জয়কে এখন আর অঘটন বলা যাবে না। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচেও তেমন কিছু ঘটবে বলে ধারণা জনপ্রিয় এই ধারাভাষ্যকারের।বিশপকে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাব্য একটি ম্যাচের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনাও বেশি মনে করেন বিশপ, ‘ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ।’ এ ছাড়া সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে নেপালের খেলা দেখতে মুখিয়ে আছেন বিশপ, ‘আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফের সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের ফেরা দলটিকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন বিশপ, ‘পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’
0 Comments